শ্রীরামকৃষ্ণ বলতেনঃ " যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার কর,আর স্বপ্নবৎ বল তার ভক্তি যাবার নয়। ফিরে ঘুরে একটু খানি থাকবেই...। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়,আবার এক সময় হু হু করে বেড়ে যায়; যদুবংশ ধ্বংস করেছিল মুষল, তারই মতো।
শ্রীরামকৃষ্ণ বলতেনঃ "কারুকে, কোন
মতকে বিদ্বেষ করতে নাই। নিরাকারাবাদী,সাকারবাদী সকলেই তাঁর দিকে
যাচ্ছে, জ্ঞানী, যোগী, ভক্ত
সকলেই তাঁকে খুঁজছে, জ্ঞানপথের লোক তাঁকে বলে ব্রহ্ম, যোগীরা
বলে আত্মা, পরমাত্মা।ভক্তেরা বলে ভগবান, আবার
আছে যে, নিত্য ঠাকুর, নিত্য
দাস।"
শ্রীরামকৃষ্ণ বলতেনঃ “একটা
পথ দিয়ে ঠিক যেতে পারলে তাঁর খাছে পৌঁছানো যায়। তখন সব পথের খবর জানতে পারে। যেমন
একবার কোন উপায়ে ছাদে উঠতে পারলে, কাঠের সিঁড়ি
দিয়াও নামা যায়; পাকা সিঁড়ি
দিয়াও নামা যায়; একটা বাঁশ
দিয়াও নামা যায়; একটা দড়ি
দিয়াও নামা যায়”
শ্রীরামকৃষ্ণ বলতেনঃ “কোন কামনা-বাসনা রাখতে নাই। কামনা-বাসনা থাকলে সকাম ভক্তি বলে! নিষ্কাম
ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালবাসো আর নাই বাসো, তবু
তোমাকে ভালবাসি। এর নাম অহেতুকী।”
No comments:
Post a Comment