Sunday, March 5, 2017

ভক্ত আর ভগবান

ভগবান ভক্তের জন্যেই দেহ ধারণ করেন, তখন তাঁর সঙ্গে ভক্তেরাও আসে।ঠাকুর বলতেনঃ “ঈশ্বর পদ্ম, ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে”।ভক্তেরা না থাকলে ঈশ্বরের মাহাত্ম্য কে জানতে পারত?ভক্তেরা যেমন ঈশ্বর খোঁজে, ঈশ্বর ও তেমনই ভক্তদের খোঁজেন। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন।

ঠাকুর তাঁর শিষ্যদের বলেছিলেনঃ “তোদের সব দেখবার জন্য প্রানের ভিতরটা তখন এমন করে উঠত, এমন ভাবে মোচড় দিত যে  যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো। লোকের সামনে, কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না; কোনরকমে সামলে-সুমলে থাকতুম। আর যখন দিন গিয়ে রাত আসতো, মার ঘরে, বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত, তখন আরও একটা দিন গেল-তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে  পারতুম না; কুঠির অপরে ছাদে উঠে ‘তোরা সব কে কোথায় আছিস আয়রে বলে চেচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম। মনে হতো পাগল হয়ে যাব। তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি-তখন ঠাণ্ডা হই।আর আগে দেখেছিলাম বলে,তোরা যেমন যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলুম। তারপর পূর্ণ যখন এল, তখন মা বললে, ‘ঐ পূর্ণতে তুই যারা সব আসবে বলে দেখেছিলি তাদের আসা পূর্ণ হলো। ঐ থাকের (শ্রেণীর) লোকের কেউ আসতে আর বাকী রইলো না।’ মা দেখিয়ে বলে দিলে, ‘এরাই সব তোর অন্তরঙ্গ’
সুত্রঃ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে

No comments:

Post a Comment