স্বামীজী অশ্বিনী কুমার দত্তকে
"শুনছি, আপনি কি একটা শিক্ষার কাজ নিয়ে আছেন; ঐ হল আসল কাজ। আপনার মধ্যে একটা বিরাট শক্তি কাজ করছে, আর জ্ঞান দান হচ্ছে একটা মস্ত কাজ। কিন্তু দেখবেন, জনসাধারনের মধ্যে যেন মানুষ গড়ার শিক্ষা বিস্তার পায়। তারপরের কাজ হল চরিত্র গড়ে তোলা। আপনাদের ছাত্রদের চরিত্র বজ্র দৃঢ় করে তুলুন। বাঙালী যুবক দের হাড় থেকেই তৈরি হবে সে বজ্র, যা ভারতের দাসত্ব কে চূর্ণ করবে। কয়েকজন তৈরি ছেলে আপনি আমায় দিতে পারেন? তাহলে পৃথিবীটাকে বেশ নাড়া দিয়ে যেতে পারি।"...।।
No comments:
Post a Comment