একজন সন্ন্যাসী-সন্তান আক্ষেপ করে বলেছিলেন যে তিনি শ্রীমার দর্শনে ধন্য
হলেও শ্রী শ্রী ঠাকুরকে দেখার সৌভাগ্য লাভ করেননি। তখন শ্রীমা সঙ্গে সঙ্গে
তাঁর নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, "এর
ভিতর তিনি সুক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, 'আমি তোমার ভিতর
সুক্ষ্ম-দেহে থাকব।' " অন্য একজন সন্ন্যাসী ভক্ত কেও শ্রীমা স্পষ্ট করে
বলেছিলেন "আমরা (তিনি ও ঠাকুর) কি আলাদা?"
No comments:
Post a Comment