একদিন মঠের পুরাতন ঠাকুর ঘরের রোয়াকের উপর স্বামীজী বসে আছেন,তখনকার মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজী ও তাহার পিছনে দাঁড়িয়ে ছিলেন,সহসা স্বামী
অচলানন্দকে দেখিয়া স্বামীজী ডেকে বললেন কিছু ফুল তুলে নিয়ে আসতে, অচলানন্দ ও সাথে
সাথে গিয়ে কিছু ফুল নিয়ে আসলে স্বামীজী সাহ্লাদে বললেন সেই ফুল গুলো দিয়ে তাঁকে
পূজো করতে এবং নিত্য এইভাবেই পূজো করতে। অচলানন্দ তখন প্রাণভরে শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। স্বামীজী তখন আবার কিছু ফুল তুলিয়া আনিতে বলিলেন, অচলানন্দ পুনরায় আনার পর স্বামীজী
ওই একই রূপে স্বামী ব্রহ্মানন্দের পূজো করতে বলেন এবং বলেন গুরু ও অধ্যক্ষ কে একই
বোধ করতে। সঙ্ঘাধ্যক্ষ যে গুরুরই প্রতিনিধি এই ভাবটিকে এইরূপেই সেইদিন স্বামীজী শিষ্যের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করে
দিয়েছিলেন, স্বামীজী এও বলেছিলেন সব ব্যাপারে অধ্যক্ষের কথা শুনে চলতে।
No comments:
Post a Comment