শ্রীশ্রীমাকে কে
বুঝতে পারে? তোমরা সীতা,সাবিত্রী,বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারাণী এঁদের কথা শুনেছ।
মা যে এঁদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন। ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার
ঐশ্বর্য ছিল- তাঁর ভাবসমাধি এ সব আমরা জন্মে দেখেছি কত দেখেছি। কিন্তু মার বিদ্যার
ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা! জয় মা!! জয় শক্তিময়ী মা! দেখছ না কত
লোক ছুটে আসছে যে বিষ নিজেরা হজম করতে পারছিনা- সব মায়ের নিকট চালান দিচ্ছি- মা সব
কোলে তুলে নিচ্ছেন- অনন্ত শক্তি! অপার করুণা; জয় মা! আমাদের কথা কি বলছিস- স্বয়ং
ঠাকুর কে ও এটি করতে দেখিনি। তিনি ও কত বাজাই বাছাই করে লোক নিতেন। আর এখানে- মার
এখানে কি দেখছিস? অদ্ভুত!অদ্ভুত! সকল কে আশ্রয় দিচ্ছেন...আর সব হজম হয়ে যাচ্ছে।
মা!মা!জয় মা!! ...স্বামী প্রেমানন্দ
(স্বামী
প্রেমানন্দের পত্র হইতে)
No comments:
Post a Comment